জুস সাজাবার ছোট্ট ছাতাটি
একটা কথা প্রচলিত আছে- ‘প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী’।
এইজন্যই হয়তো সারা বিশ্বে খাবার সাজানোর এতো আয়োজন। বিশেষ করে পানীয়কে আকর্ষনীয় করে সাজাতে অনেক কিছুই ব্যবহার করা হয়। তার মধ্যে কাগজের তৈরী ছোট ছাতা অন্যতম।
এইজন্যই হয়তো সারা বিশ্বে খাবার সাজানোর এতো আয়োজন। বিশেষ করে পানীয়কে আকর্ষনীয় করে সাজাতে অনেক কিছুই ব্যবহার করা হয়। তার মধ্যে কাগজের তৈরী ছোট ছাতা অন্যতম।
বড় বড় লাউঞ্জ বা ক্যাফে গুলোতে জুস খেতে গেলে অনেকেই হয়তো ছোট্ট ছাতাটি সঙ্গে করে বাসায় নিয়ে এসেছেন। এত সুন্দর ছোট্ট রঙিন ছাতাটা কি আর ফেলে আসা যায়! এই ছাতাটি এখন আপনি নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন সহজেই। ঘরের পার্টিতেই জুস সাজাতে নিজের হাতে বানিয়ে ফেলতে পারবেন ছাতা। আসুন দেখে নেয়া যাক কি কি লাগবে জুস সাজানোর ছোট্ট ছাতাটি বানাতে।


উপকরণঃ
শক্ত রঙিন কাগজ (আর্ট পেপার)
কাঁচি
গ্লু স্টিক
টুথপিক
শক্ত রঙিন কাগজ (আর্ট পেপার)
কাঁচি
গ্লু স্টিক
টুথপিক
প্রস্তুত প্রণালীঃ
- কাঁচি দিয়ে বৃত্তের আকৃতিতে গোল করে কাগজ কেটে নিন।
- এরপর বৃত্তের পরিধির ১/৮ ভাগ কেটে ফেলুন।
- এরপর কাগজটিকে মুড়িয়ে কোনের আকৃতি দিন।
- খোলা ২ মাথা একসাথে গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দিন।
- এবার কোনের ভেতরের দিকের সূচালো মাথায় গ্লু লাগিয়ে টুথপিক গেঁথে দিন।
- গ্লু শুকানোর সময় দিন।
- গ্লু শুকিয়ে গেলে জুস সাজাতে ব্যবহার করুন রংবেরঙের ছাতা।
অবসর পেলেই বানিয়ে ফেলুন ছোট ছোট ছাতা। বাসায় মেহমান দাওয়াত দিলে জুসের সাথে সাজিয়ে দিন একটি করে ছাতা। আপনার খুব সাধারণ জুস ও অসাধারণ হয়ে উঠবে মেহমানের কাছে। তাই দেরী কীসের? আজই বানিয়ে ফেলুন কাগজের রঙিন ছাতা।
No comments:
Post a Comment